গুগলের কিছু গোপন ও অজানা তথ্য এবং ইতিহাস।

গুগ্‌ল আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। যা আমাদের জীবনের সাথে পুরোপুরি যুক্ত হয়ে গেছে। আধুনিক সভ্যতার প্রায় ধারক ও বাহক হয়ে উঠেছে এই গুগল। এই গুগল সম্পর্কে আমরা সবাই কম বেশি কিছু জানি। Google সম্পর্কে কিছু অজানা মজাদার তথ্য চলুন জেনে নিই। গুগ্‌ল নামটির জন্ম কিন্তু ভুল করে। সংস্থার প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন আসলে লিখতে চেয়েছিলেন "Googol", যার অর্থ এমন একটি সংখ্যা যার পিঠে রয়েছে 100 টি শূন্য। বানান ভুল করে ওঁরা লেখেন "Google"। প্রতি 2 মিনিটে 2 মিলিয়ন সার্চ হয় গুগ্‌লে। মরুভূমির স্ট্রিট ভি তৈরি করতে গিয়ে একটি উটের সাহায্য নিয়েছিল গুগ্‌ল। গুগ্‌লের প্রথম টুইট ছিল বাইনারিতে "I'm feeling lucky"। এই "I'm feeling lucky" বাটনের জন্য প্রতি বছর 110 মিলিয়ন ডলার খরচ হয় গুগ্‌লের। গুগ্‌ল-এর কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী পরের 10 বছর পর্যন্ত অর্ধেক বেতন পেতে পারেন এবং মৃত ব্যক্তির সন্তানেরা যতদিন না 19 বছরে পা দিচ্ছে, ততদিন পর্যন্ত প্রতি মাসে পাবে 1000 ডলার।


প্রতিদিন গুগ্‌লের মোট সার্চের 15 থেকে 16 শতাংশ সম্পূর্ণ নতুন। অর্থাৎ এর আগে গুগ্‌ল এই বিষয়ে কোনও সার্চ পায়নি। গুগ্‌ল নিজেই কিনে রেখেছে "Googlesucks.com" ডোমেইনটি যাতে অন্য আর কেউ ওই ডোমেইনটি না কিনতে পারে। গুগ্‌ল এমন একটি কম্পিউটার তৈরি করছে যে নিজেই নিজেকে প্রোগ্রাম করতে পারে। নাম "Neural Turing Machine"। 2008 সালের 1 এপ্রিল জন্ম নেয় জিমেল। দিনটি এপ্রিল ফুল ডে বলে সবাই প্রথমে ধরে নিয়েছিলেন যে ওটি আসলে একটি প্র্যাংক। 2010 সালে নিকারাগুয়া ভুল করে আক্রমণ করে বসে কোস্টা রিকা-কে কারণ গুগ্‌ল ম্যাপ্‌স-এ কিছু ভুল ছিল। 2010-এর পর থেকে গড়ে প্রতি মাসেই ২টি করে কোম্পানি কিনেছে গুগ্‌ল। 2014 সালে গুগ্‌ল-এর আয়ের 90 শতাংশই এসেছে বিজ্ঞাপন থেকে। 2020-র মধ্যে পৃথিবীর প্রত্যেকটি বই স্ক্যান করতে চায় গুগ্‌ল। অর্থাৎ 140 মিলিয়ন বই।


ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন "google.com" একটি ডোমেইন নেম হিসেবে রেজিস্টার করেন 1997 সালের 14 সেপ্টেম্বর। 1998 সালের 4 সেপ্টেম্বর প্রাথমিকভাবে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবেই ছিল। তখন এটি চালানো হতো তাদের এক বন্ধুর গ্যারেজ থেকে যার নাম সুজান ওজচিচকি। তিনি ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়ার ক্রেইগ সিলভারস্টাইনে থাকতেন। গুগলের প্রথম নিয়োগপ্রাপ্ত লোকটি ছিল স্ট্যানফোর্ডের ফেলো পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ছাত্র। 2004 সালের 19 আগস্ট গুগল ইনিশিয়াল পাবলিক অফারিং দেয়। সে সময় ল্যারি পেজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে 20 বছর একসাথে কাজ করতে সম্মত হন। এরপর থেকেই গুগল নতুন নতুন কোম্পানি কিনে এর বহুমুখী কার্যক্রম সুদৃঢ় করেছে।


2006 সালে "Google" এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে স্থানান্তর করা হয়, যেটি গুগলপ্লেক্স নামে পরিচিত। এরপর থেকে গুগলের পরিধি সবদিক থেকে আরো বাড়তে থাকে। 2015 সালের আগস্ট মাসে "Google" এর বিভিন্ন কার্যক্রম অ্যালফাবেট কর্পোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা বলে যে, অ্যালফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে "Google" এর ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। তখন সুন্দর পিচাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ল্যারি পেজের স্থলাভিষিক্ত হন। ল্যারি পেজ বর্তমানে অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা।


Google এর সাল ভিত্তিক ইতিহাস তুলে ধরা হলো

1996 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মিলে যাত্রা শুরু করে। শুরুতে এর নাম ছিলো "Backrub" 1998 এই সালে "Google" তাদের সাইটের জন্য প্রথম ইনভেস্টর পায়। সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা, অ্যানডি বেচটোলহাইম, স্ট্যানফোর্ডের একজন প্রাক্তন, ব্রিন এবং পেজের "Search Engines" আইডিয়া লক্ষ্য করেন এবং এদের কে 100,000 ডলারের জন্য একটি চেক লেখেন। এটি "Google" এর প্রথম বিনিয়োগ। 1999 সাল "Google" তাদের ছোট অফিস থেকে ক্যালিফোর্নিয়ার "Palo Alto" মুভ করে। একই বছরের আরো কিছুদিন পর 25 মিলিয়ন ইনভেস্ট নিয়ে "Google" মাউন্টেন ভিউ তে অফিস নিয়ে আসে। 2000 সালে এই বছর "Google" তাদের সাইটে বিজ্ঞাপন নিয়ে আসে। সার্চ রেজাল্টের সাথে সাথে বিজ্ঞাপন দেখিয়ে তারা অর্থ ইনকাম শুরু করে।


2001 সাল "Google" নতুন লিডারের অধিনে যায়। মার্চ মাসে চেয়ারম্যান হিসাবে যোগদান করা এরিক শ্মিটে "Google" এর প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। সের্গেই ব্রিন এবং ল্যারি পেজের নাম কোম্পানির প্রেসিডেন্ট হিসাবে থাকে। 2004 সালে জিমেল এর শুরু আজকে আমরা যে "Google" এর সার্ভিস জিমেল ইউজ করি তার পথ চলা শুরু হয় 2004 সালের এপ্রিলে। 2005 সাল "Google Maps" ও "3D View" স্যাটেলাইট এর শুরু।একই বছর গুগল "Android" নামক এক মোবাইল সফটওয়্যার কোম্পানি 50 মিলিয়ন ডলারে কিনে নেই। 2006 সাল 1.65 বিলিওন ডলারে গুগল "YouTube" কিনে নেই। যা এখন বলতে গেলে এক নাম্বার ভিডিও শেয়ারিং সাইট। 2007 সালে গুগল তাদের বিজ্ঞাপন বিজনেস কে অন্য লেভেলে নিয়ে যায়। তারা ডাবল ক্লিক নামের এক বিজ্ঞাপন কোম্পানি 3 বিলিওন ডলারের বেশি দামে কিনে নেয় "3.1বিলিওন" এবং এর মাধ্যমে শুরু সার্চ রেজাল্ট নয় বরং এর বাইরেও "Google" বিজ্ঞাপন দেওয়া শুরু করে। 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন গুগল কে 2 বিলিওন ডলারের বেশি ফাইন করে।


Google এর আবিষ্কার

নতুন কিছু করার চেষ্টা থেকেই আবিষ্কৃত হয় গুগল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এর প্রতিষ্ঠাতা। প্রথমে তারা একটি গবেষণা প্রজেক্ট হিসেবে এর কাজ শুরু করে। তাদের থিওরি ছিল সেইসময়ের কৌশলগুলোর চেয়ে নতুন কৌশলে একটা সার্চ ইঞ্জিন বানানো যা ওয়েবসাইটগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের হিসাবের ভিত্তিতে আরো ভালো ফলাফল আনবে। শুরুতে তারা নতুন ইঞ্জিনের নাম রাখেন ব্যাকরাব। কারণ এতে একটি সাইট কত গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য সেই সাইটের ব্যাকলিংকগুলো যাচাই করা হতো।পরবর্তীতে নাম বদলে "Google" রাখা হয়, যা আসলে একটি ভুল বানানে লেখা শব্দ "GOOGOL" থেকে এসেছে। এর অর্থ এক এর পেছনে একশত শূন্য। তাদের ওয়েবসাইটে যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি বা সার্চ করা হবে তা এই নাম দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রথমদিকে এটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের "Website" এর অধীনে চলতো যার ঠিকানা ছিল "google.stanford.edu" এবং "z.stanford.edu" গুগল ডোমেইন নেম হিসেবে রেজিস্ট্রার্ড হয় 1997 সালে এবং কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে 1998 সালে।


Google এর বিভিন্ন সার্ভিস বা app এর কাজ এবং তালিকা।

  • Google Chrome: "Google" শুধু মোবাইল সার্চ ইঞ্জিন বাজারেই ধাক্কা দেইনি, এটি মাইক্রোসফট ও এপল এর ব্রাউজার কেও চাপে রাখতে সক্ষম। "Google Chrome" ব্রাউজার মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়।
  • YouTube: ভিডিও শেয়ারিং সাইট। যদিও এটি তৈরি করেছিলো পেপালের 3 জন এক্স কর্মী, 2006 সালে "Google" এটি কে কিনে নেয়। ইউটিউব এখন 2য় সার্চ ইঞ্জিন।
  • Gmail: জিমেল হলো ওয়েব মেইল সার্ভিস। আগেই জেনেছেন এর যাত্রা শুরু হয় 2004 সালে। জিমেল বেশ জনপ্রিয়তা পায় এর অধিক স্পেস সেবার কারনে। এখনো যদি দেখেন তাহলে আপনি 15 জিবি পান।
  • Play Store: "Google" মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড এর এপের বাজার হলো "Play Store" এন্ড্রয়েড ইউজারদের কাছে পরিচিত করার কিছু নেই মনে হয়।
  • Blogger: "Google Blog" প্লাটফরম ব্লগার কিনে নেয় এবং "Google" এর সাথে একত্রে করে। ওয়ার্ড প্রেসের সাথে ব্লগার ও ব্লগিং সাইট হিসাবে জনপ্রিয়।

গুগলের কার্যক্রম

বর্তমানে "Google" সার্চ ইঞ্জিনের পাশাপাশি ইমেইল, সোশ্যাল নেটওয়ার্কিং, অফিস প্রডাক্টিভিটি প্রভৃতি বিষয়ে সেবা দেয়। প্রতিদিন নতুন প্রযুক্তি এবং পণ্য দিয়ে ইন্টারনেট দুনিয়ায় টেক জায়ান্ট হয়ে উঠেছে গুগল। বিশ্বের যেকোনো প্রান্তের ছবি, রোডম্যাপ ও ম্যাপের জন্য নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে গুগল ম্যাপের সাহায্যে সেবা দেয়। গুগলের ইমেইল সাইট জিমেইল, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট "Google" প্লাস, ভিডিও শেয়ারিং সাইট "YouTube" এবং গুগল ড্রাইভ দেয় ক্লাউড কম্পিউটিং সেবা যেখানে 8 গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ করা যায়। গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ভাষা অনুবাদ করা যায়। এছাড়া "Google" ক্রোম, গুগল ক্যালেন্ডার, ব্লগস, ইমেজ সার্চ প্রভৃতি "Google" এর অন্যতম সেবাদান কার্যক্রম। এছাড়াও "Google" অনলাইন বিজ্ঞাপনে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানটি এর প্রায় 99 ভাগ আয় করে বিজ্ঞাপনের মাধ্যমে। নিজেদের পণ্যের বিজ্ঞাপন করতে "Google" ডেমো স্লাম সাইটটি ব্যবহার করে।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post