কিভাবে ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখব ?


হ্যাকাররা অনেক সময় বিভিন্ন প্ররোচনায় মাধ্যমে আমাদের ফেসবুক আইডি হ্যাক করে নেয়। অনেক সময় এটিকে ফিরিয়ে আনা সম্ভব হয় এবং অনেক সময় এটি প্রায় অসম্ভব হয়ে যায়। এটির মূল কারণ হলো আপনার ফেসবুক সিকিউরিটি বিভিন্ন ভাবে দুর্বল হওয়া। একাউন্ট সুরক্ষিত করতে হলে অবশ্যই নিচে বিষয় জানা প্রয়োজন।


পাসওয়ার্ড

ফেইসবুকের প্রতিষ্ঠাতা "Mark Zuckerberg" ও তার দুর্বল পাসওয়ার্ডের করনে আইডি হারিয়ে ছিলেন। ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় বা এটি কারও সাথে ভাগ করে নেওয়া ঠিক নয়। পাসওয়ার্ডে অবশ্যই ছোট হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে হবে, কমপক্ষে আট+ ডিজিট যা সহজেই কেউ অনুমান করতে পারে না। আপনার নিজের নাম বা আপনার খুব কাছের কেউ, জন্ম তারিখ, বিবাহ বার্ষিকী, পরীক্ষার বছর ইত্যাদির মতো পাসওয়ার্ডগুলি সর্বদা ঝুঁকিপূর্ণ। লগইন: ফেসবুকের লগইন তথ্য ফেসবুক ছাড়া অন্য কোথাও প্রবেশ করা ‌উচিত না। হ্যাকাররা অনেক সময় ভুয়া ওয়েবসাইট তৈরি করে এবং ফেসবুক আইডির লগইন ইমেল বা পাসওয়ার্ড চাইতে পারে। এক্ষেত্রে প্রথমে ওয়েবসাইটটির ইউআরএল পরীক্ষা করে দেখুন। ফেসবুকের বাইরে অন্য কোনও ভিন্ন শব্দ বা কোন সন্দেহ থাকলে, www.facebook.com লিখে অ্যাকাউন্টটি খুলুন। অন্য কোন ডিভাইছসে ফেসবুক লগইন করলে আপনাকে অবশ্যই ফেসবুক ব্যবহারের পরে লগ আউট করতে হবে। আপনি যদি ভুলে যান তবে আপনার ফোন বা অন্য কোনও ডিভাইসে ফেসবুকে লগ ইন করুন এবং আপনি সেখানে ডিভাইস সনাক্ত করে লগআউট করে দিতে পারেন।


বন্ধুদের গ্রহণে সাবধানতা

ফেসবুকের পরামর্শ হল আপনি বন্ধু হিসাবে চেনেন না এমন কাউকে কখনও গ্রহণ করবেন না। এই ক্ষেত্রে, হ্যাকাররা আপনাকে আপনার বন্ধু হিসাবে মিথ্যা সনাক্ত করে, বিব্রতকর পোস্টে ট্যাগ করে বা হ্যাকিং বার্তা প্রেরণ করে আপনার টাইমলাইনে স্প্যাম ছড়িয়ে দিতে পারে।


ক্ষতিকারক সফ্টওয়্যার বা কম্পিউটার

অনেক সময় আপনার ফোন, ট্যাব, কম্পিউটার, এমনকি ক্রোম বা ফায়ারফক্সের মতো ব্রাউজিং সফ্টওয়্যার বিশেষ কোড দ্বারা আক্রমণ করা যেতে পারে। যদি আপনার অ্যাকাউন্টটি অন্যদের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলি প্রেরণ করা অব্যাহত রাখে বা ভুল অ্যাকাউন্ট ব্যবহারের ইতিহাস দেখায় বা ক্রিয়াকলাপে পোস্টগুলি দেখে মনে হয় যা আপনি মনে করতে পারেন না তবে আপনার সাবধান হওয়া উচিত। কম্পিউটার বা মোবাইল খুব ধীরে ধীরে কাজ করছে, আপনি যে সফ্টওয়্যারটি ইনস্টল করেননি তা দেখেন, আপনার সার্চ ইঞ্জিন পরিবর্তিত হয়েছে তবে আপনাকে এখনও বুঝতে হবে যে আপনি সংক্রামিত হয়ে পড়েছেন। এক্ষেত্রে ফেসবুক ইএসইটি বা ট্রেন্ডমাইক্রো সফ্টওয়্যার ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল পরিষ্কার করার পরামর্শ দিয়েছে। ব্রাউজার দূষণ ক্রোম ক্লিন আপ সরঞ্জামটি ব্যবহার করে করা যেতে পারে। এছাড়াও ওয়েব ব্রাউজারটি নিয়মিত আপডেট করা উচিত।


Use two-factor চালু করুন

আপনার ফেইসবুক একাউন্ট যতবার চালু করবেন ততবার আপনার মোবাইল নম্বরে সয়ংক্রিয় ভাবে কোড যাবে। ফেইসবুক থেকে পাঠানো এই কোড ছাড়া আপনার একাউন্ট খোলা যাবে না। যদি কেউ আপনার আইডি ও পাসওয়ার্ড জেনেও যায় তবুও কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না । তাছাড়া কেউ আপনার একাউন্ট খোলতে চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। আপনার ফেইজবুক একাউন্ট এর "Settings" অপশনে যান "Security and login" অপশনে যান "Use two-factor authentication" অপশনে যান Added Security অপশনে যান "Text Message" অপশনে গিয়ে আপনার মোবাইল নম্বর সেট করুন। অপশনটি "On" হয়েছে কিনা দেখুন।


একাউন্ট সুরক্ষিত রাখতে আরো কিছু তথ্য দেওয়া হলো

অপরিচিত App ব্যবহার করবেন না। ফালতু গেইম বা এডাল্ট টাইপের অনেক App আছে। যেগুলো ব্যবহার করা উচিত নয়। কারন ঐ সকল App এর মধ্যে Spy সফটওয়্যার থাকতে পারে। আপনার মোবাইলে থাকা ফেইসবুক সহ সব তথ্য হারাবেন যদি ঐ সকল App ব্যবহার করেন। আপনার যে App গুলো প্রয়োজন শুধু সেগুলোই ব্যবহার করুন। Google Play Store ছাড়া অন্য App ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। Settings অপশনে যান Remove করুন। আপনার ফেইসবুক হ্যাক হলে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইনের সহায়তা নিতে পারেন। আপনি যদি কারও আইডি পাসওয়ার্ড হ্যাক করেন তাহলে জেলে যেতে পারেন বা মোটা অংকের অর্থ দন্ডে পড়তে পারেন। তাই কারও ফেইসবুক আইডি হ্যাক করবেন না। কারন প্রযুক্তি দিয়ে হ্যাকারকে সনাক্ত করা সম্ভব। ফেইসবুকে নাম ঠিকানা সঠিক ব্যবহার করতে হবে। ফেইসবুকে সঠিক নাম ঠিকানা ব্যবহার করুন । যদি আপনি হ্যাকিং হয়েই যান তাহলে ফেইসবুকের কাছে আপনার জাতীয় পরিচয় পত্র ,পাসপোর্ট বা স্কুল কলেজের সার্টিফিকেট দিয়ে আবার আইডি টি ফেরত পেতে পারেন।


অন্য কারও মোবাইল, লেপটপ, টেব বা ডেক্সটপ থেকে ফেইসবুক ব্যবহার করে থাকলে লগ আউট করতে হবে। আমরা অনেক সময় অন্য কারও মোবাইল, লেপটপ, টেব বা ডেক্সটপ থেকে আমার ফেইসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি। কিন্তু লগআউট করতে ভুলে যাই। অবশ্যই লগ আউট করতে হবে। যদি লগআউট না করি তাহলে যার মোবাইল, লেপটপ বা ডেক্সটপ থেকে প্রবেশ করেছিলাম সে আবার প্রবেশ করতে পারবে। তাছাড়া অন্য কারও মোবাইল, লেপটপ, টেব বা ডেক্সটপ এ "Spy" সফটওয়্যার থাকতে পারে যার ফলে আপনি লগআউট করলেও সে আপনার আইডি পাসওয়ার্ড জেনে যাবে। সে জন্য সাইবার ক্যাফে, অপরিচিত বা আপনার বিশ্বস্ত না এমন কারও মোবাইল, লেপটপ, টেব বা ডেক্সটপ এ প্রবেশ করে ফেইসবুক ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আপনার ফেইজবুক একাউন্ট এর "Settings" অপশনে যান "Security and login" অপশনে যান- "Where You’re Logged In" অপশনে যান "Log out of all sessions" এ ক্লিক করুন। ইতিপূর্বে আপনি যে সকল ব্রাউজার ব্যবহার করে "session" করেছেন তা মুছে যাবে। আপনার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করুন।


ব্রাউজারে গিয়ে Cookies সেটিং ঠিক করুন। "Google chrome" ব্রাউজারের "Settings" অপশনে যান "Advance" অপশনে যান "Content settings" অপশনে যান "Cookies" অপশনে গিয়ে "Block third-party cookies" চালু করুন। "Third-party cookies" থেকে আপনি মুক্ত। ফিশিং এর খপ্পরে না পড়া। আপনার ফেইসবুকে অনেক সময় চটকদার কিছু লিখে অপরিচিত কেও ক্লিক করতে বলবে। আপনি প্রলোভনে পড়ে ক্লিক করবেন না।এই ধরনের প্রলোভন থেকে সাবধান। অটো লাইক নিবেন না। অনেক "Website" আছে যারা অটো লাইক প্রভাইট করে। তাদের লাইক নিতে গিয়ে বিভিন্ন উপায়ে আইডি পাসওয়ার্ড হারাতে পারেন। ফেইসবুকে শত্রু তৈরী করবেন না। আপনি এমন কোনও মন্তব্য বা এমন কিছু করবেন না যাতে আপনার শত্রু তৈরী হয়। কাউকে কষ্ট দিযে কোনও মন্তব্য করা উচিত না। যদি সতর্ক থাকেন তাহলে কেউ আপনার ফেইসবুক আইডি পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

إرسال تعليق (0)
أحدث أقدم