USB killer কি ? USB Killer কিভাবে কাজ করে ?


একটি "USB Killer" এমন একটি ডিভাইস যা দেখতে পেনড্রাইভ মতো লাগে। যখন কোনও "USB killer" ডিভাইস অন্য কোন ডিভাইসের সাথে সংযুক্ত থাকে তখন এটি সেই ডিভাইসে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ শক্তি সংগ্রহ করে কিছু সময় পর ওই ডিভাইসে 210 থেকে 220 ভোল্ট বিদ্যুৎ প্রেরণ করে।


এই বিদ্যুৎ শক্তি বেশ কয়েকটি বৈদ্যুতিক ডিভাইসের হার্ডওয়্যারকে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস কর দিতে পারে "USB killer" ডিভাইস টিতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিশালী বৈদ্যুতিক ক্যাপাসিটর থাকে।


"USB killer" যখন কোন কম্পিউটার বা ডিভাইস এর সাথে যুক্ত করা হয় তখন এই ক্যাপাসিটর গুলো যুক্ত হ‌ওয়া ডিভাইস থেকে বিদ্যুৎ সংগ্রহ করে 210 থেকে 220 ভোল্ট তৈরি করে তা পুনরায় সেই ডিভাইসে পাঠিয়ে দেয় যতখন না পর্যন্ত ডিভাইস টি সম্পূন ভাবে বিকল হয়ে যায় এক‌ই ভাবে প্রক্রিয়া টি চলতে থাকে।


"USB killer" ভি 2 সহ আগের প্রজন্মগুলি রাশিয়ান কম্পিউটার গবেষক "Dark Purple" দিয়ে তৈরি করেছিলেন। "USB killer" সৃষ্টি রহস্যজনক কারণ ইন্টারনেটে কয়েকটি গল্প ভেসে উঠছে। কেউ কেউ বলেছেন যে "USB killer" হংকং ভিত্তিক একটি সুরক্ষা দল আবিষ্কার করেছিল। অন্যরা বলেছেন যে একদল রাশিয়ান হ্যাকার এটি আবিষ্কার করেছিল।


"USB killer" এর বিভিন্ন মডেল রয়েছে, এর সর্বশেষ হচ্ছে "USB killer" V5.0. তবে বতমান সময়ে "USB killer" হ্যাকার দের কাছে একটি মূল্যবাদ একটি বস্তু। "USB killer" যে দুর্বলতা কাজে লাগিয়েছে তার বিরুদ্ধে ডিভাইসগুলি পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল।,"USB killer" টি "USB kill" নামে বাণিজ্যিকভাবে বিক্রি হয়।


USB killer ডিভাইস কত টা ভয়ানক।

"USB killer" ডিভাইস কত টা ভয়ানক তার ছোট্ট একটি উদাহরণ আপনাদের জন্য এখন দিচ্ছি। 2019 সালের এপ্রিল মাসে, ভারতের সেন্ট রোজ কলেজের 27 বছর বয়সী প্রাক্তন ছাত্র, বিশ্বনাথ আকুটোটা তার "USB killer" ডিভাইস ব্যবহার করে তাঁর কলেজের 59 টি কম্পিউটার CPU নষ্ট করেছিল মাত্র 70 মিনিটে। যার ফলে সেই কলেজের 50000 ডলার এরও বেশি ক্ষতি হয়েছিল। সেই বিশ্বনাথ আকুটোটা তার "USB killer" ডিভাইস ব্যবহার করে আরো 7 টি কম্পিউটার মনিটর ও সম্পূর্ণ নষ্ট করেছিলে। অবশ্য পরে পুলিশি তদন্তে বিশ্বনাথ আকুটোটাতার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিল। আর তাকে আগস্ট 2019 এ  12 বছরের জন্য জেল দেয়া হয়। তবে যদিও 58471 ডলার ক্ষতি পূরণ দিয়ে এই বছর তাকে মুক্ত করা হয়েছে।


Copy Code And Press "3"

তাই আপনাদের কাছে অনুরোধ করবো রাস্তাঘাটে, অথবা অপরিচিত কারো কাছে কোন "Pen drive" সদৃশ্য বস্তু দেখলে পরেই সেটা সাথে সাথে যাচাই-বাছাই না করে নিজস্ব ইলেকট্রনিক ডিভাইসে, মোবাইলে, অথবা ল্যাপটপ অথবা পিসিতে "Inject" করবেন না। হয়তোবা আপনার "Inject" করা সেই ডিভাস টি হতে পারে "USB killer" ডিভাইস। তাই সবাই সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post