মোবাইল হ্যাং হওয়ার কারণ। হ্যাং হওয়ার কীভাবে এড়ানো যায়।


বর্তমানে সময়ে আমরা দেখি যে কমবেশী আমাদের সকলের হাতেই একটি করে স্মার্টফোন। প্রায়ই শখের এই মোবাইটির মাঝে দেখি নানা রকম সমস্যা। যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো মোবাইল হ্যাং হয়ে যাওয়া। এই হ্যাং হওয়া থেকে কিভাবে রেহাই পাবেন তা নিয়ে আলোচনা করব। "Android" মোবাইল হ্যাং হওয়ার কারণ প্রথমত "Android" ফোন হ্যাং হওয়ার যে কারণটি তা হলো ফোন এর র‍্যাম কম হওয়া। আপনি যখন একই সময়ে অনেক গুলি আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় RAM কম হওয়ায় মোবাইল হ্যাং হয়ে থাকে।


মোবাইল হ্যাং হওয়ার অনেক কারণ রয়েছে। তার একটি কারণ হলো: আপনি যদি অতিরিক্ত App ( Device Memory ) পরিবর্তে মোবাইল এর ( External Memory ) বেশি App ইনস্টল করলে মোবাইল হ্যাং হয়ে যায়। যদি আপনও cookies, caches, log files ইত্যাদি পরিষ্কার না করেন তাহলে এগুলি আপনার ফোন মেমরি জ্যাম করে দেয়। এতে আপনার মোবাইল হ্যাং হতে পারে। তবে সেটিংস এ গিয়ে আপনি স্টোরেজ অপশন থেকে ফাইলগুলো সব ডিলেট করে দিতে পারেন। আপনি যদি আপনার এন্ড্রয়েড ফোন এর মেমরির তুলনায় অধিক কোনো অ্যাপলিকেশন ডাউনলোড করেন এবং বেশি সময় ধরে গেম খেলেন তাহলে আপনার মোবাইল হ্যাং হবে।


মোবাইল হ্যাং হওয়া থেকে মুক্তি পেতে প্রথমেই যে বিষয়টি আপনার দেখতে হবে তা হলো আপনার ফোন এর র‍্যাম কত। আপনার ফোন এর র‍্যাম (RAM) যদি কম হয় তাহলে কখনোই অনেক গুলো App মোবাইলে ব্যবহার করবেন না। মোবাইল চালানোর সময় লক্ষ রাখুন যে একই সঙ্গে অনেকগুলো App ব্যবহার করবেন না। যে অ্যাপগুলো ব্যবহার করেন না বা প্রয়োজন নেই সেগুলো আনইনস্টল করে দিন। আপনার মোবাইলের (RAM) কম থাকে তাহলে কখনোই বেশি App ব্যবহার করবে না তাহলে আর ফোন হ্যাং হবে না।


তাই দীর্ঘক্ষণ একটানা ফোন ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর মনে রাখবেন যে আপনার ফোনের প্রসেসর যত ভালো কাজ করবে আপনার ফোন ততই ভালোভাবে ব্যবহার করতে পারবেন। দিনে একবার মোবাইল রিবুট করুন। আপনার মোবাইলের ( Device Memory ) তে থাকা ( android file ) টি 1 থেকে 2 মাস পর Delete করে দিবেন তবে যারা গেম খেলেন তারা ( android file ) লে থাকা ( obb file ) Delete করবেন না।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post