রাউটার কি? (what is a router)
রাউটার হলো নেটওয়ার্কিং ডিভাইস। এটা এমন একটি যন্ত্র যা হার্ডওয়ার এবং সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি। এই যন্ত্রটির নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যবহার করা হয়। রাউটার এমন একটি যন্ত্র, যার নেটওয়ার্কিং ডিভাইস এর মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে ডাটা প্যাকেট কোন পথে যাবে তার গন্তব্য নির্ধারণ করে। একটি নেটওয়ার্ক থেকে অন্য একটি নেটওয়ার্কে ডাটা সেন্ড করার পদ্ধতি হলো Routing এবং যে ডিভাইসটির মাধ্যমে পাঠানো হয় সেটিকে Router বলে।
রাউটার এর প্রকারভেদ (Types of routers)
বর্তমানে বিভিন্ন ধরনের রাউটার রয়েছে,তার মধ্যে প্রচলিত হলো
- Broadband routers (Wired routers)
- Wireless routers (WiFi routers)
- Core routers
- Inter provider border routers
Broadband routers (Wired routers)
Broadband routers এর মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারগুলো কানেক্ট করে, ইন্টারনেট ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড রাউটার এর সুবিধা হলো এতে উচ্চমানের স্পিড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। ব্রডব্যান্ড রাউটার এর মাধ্যমে wire কানেকশন করে মডেম থেকে ইন্টারনেট গ্রহণ করে, তারপর অন্য ডিভাইস গুলোতে সেই ইন্টারনেট সংযোগ করে ইন্টারনেট ব্যবহার করা হয়।
Wireless routers (WiFi routers)
Wireless routers (WiFi routers) এর বর্তমানে অনেক বেশি চাহিদা থাকার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে বাসা বাড়িতে অফিস বা দপ্তরে তাছাড়া ব্যক্তিগতভাবে Wireless routers (WiFi routers) গুলু ব্যবহার অনেক বেশি। Wireless routers এর সুবিধা হল কোন ধরনের তার ছাড়াই অন্য একটি কম্পিউটারের সাথে কানেক্ট করে, ইন্টারনেট ব্যবহার করা যায়। কোন ধরনের তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ধরনের রাউটারগুলো ওয়ারলেস রাউটার বলে থাকে।
Core routers
Core routers বিভিন্ন জায়গায় আলাদা করা রাউটার গুলোকে একসাথে কানেক্ট সংযুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা হয়। সেই পরস্পর-সংযুক্ত পড়ার কাজটাই করে Core routers
Inter provider border routers
"Inter provider border routers" এর সংক্ষিপ্ত নাম হল ISP. (Airtel, Robi, Jio, BL, GP) ইত্যাদি নরমালি এগুলো দিয়ে আমরা মোবাইল বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করি। এই ধরনের Inter গুলোকে পরস্পর সংযুক্ত করার ক্ষেত্রে Inter provider border routers ব্যবহার করা হয়।