ইউটিউব কপিরাইট স্ট্রাইক বা ক্লেইম কি ? কপিরাইট থেকে বাচার উপায়।


আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত যে ইউটিউব "Copyright" কি ?  কারণ এর সম্বন্ধে যদি "PROPER" জ্ঞান না থাকে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটিকে যেকোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারেন। কারণ "YouTube" এর কিছু রুলস কিছু নিয়ম আছে যেগুলি যদি "Follow" না করেন বা পালন না করেন তাহলে কিন্তু "YouTube" চ্যানেলটিকে তার প্লাটফর্ম থেকে "Delete" করে দেবে বা রিমুভ করে দেওয়া হবে।


ইউটিউব কপিরাইট কি। ইউটিউব কপিরাইট নিয়ম

"YouTube Copyright" সহজ ভাষায় যদি বলি "Copyright" যার মানে হল অধিকার। ইউটিউবে আপনার অধিকার। এখানে আপনি যে  কনটেন্ট "Video" তৈরি করবেন তাতে যে ভিডিও ক্লিপ, যে অডিও ক্লিপটি কিংবা, যে ফটোগ্রাফ এর মধ্যে ইউজ করবেন। তার উপর কিন্তু শুধুমাত্র আপনার নিজের একার অধিকার থাকে এবং কোন ব্যক্তি যদি আপনার পারমিশন ছাড়া সেই "Video" টি কপি করে তার চ্যানেলে আপলোড করে তবে তাকেই "Copyright" বলা হয়। এখানে যদি কোন ব্যক্তি সেই ভিডিওটি কপি করে তার চ্যানেলে আপলোড করে তাহলে আপনি তার উপরে একটি "Legal" অ্যাকশন নিতে পারেন অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু "YouTube" এর কাছে রিপোর্ট করতে পারেন।


ইউটিউব কপিরাইট কত প্রকারের হয়ে থাকে ?

"YouTube Copyright" সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এক নম্বর "YouTube Copyright" ক্লেইম এবং দুই নম্বর "YouTube Copyright" স্ট্রাইক।


ইউটিউব কপিরাইট ক্লেইম কি ?

এক্ষেত্রে কি হয়, এমন কোন ভিডিও যদি আপনি "YouTube" থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলের উপরে আপলোড করে দিয়েছেন। যে ভিডিওগুলি "CONTENT ID" দ্বারা সুরক্ষিত রয়েছে অর্থাৎ কনটেন্ট আইডি দ্বারা "PROTECT" করা আছে "YouTube" এর প্লাটফর্মে। অর্থাৎ যে সমস্ত বড় বড "YouTube" চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেল "YouTube" এর তরফ থেকে কিন্তু স্পেশালিটি দেওয়া থাকে। যেমন:


বড় বড় মিউজিক চ্যানেল, নিউজ চ্যানেল, টিভি চ্যানেল গুলি আছে এই সংস্থা চ্যানেলগুলিতে কিন্তু তাদেরকে "CONTENT" আইডি দিয়ে থাকে এবং সেই ভিডিও গুলো যদি আপনি ডাউনলোড করেন এবং আপনার চ্যানেলে পোস্ট করেন। সেক্ষেত্রে "YouTube" খুব সহজেই কিন্তু জেনে যায় যে এই ভিডিওটি অলরেডি "YouTube" প্লাটফর্মে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি "YouTube" ডিলিট করবে না। কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর পরই সে ভিডিও নিচে আপনি দেখতে পারবেন যে ইনক্লুড "Copyright" আইটেম বলে লেখা আসবে।


এখানে কিছু সুবিধা ও অসুবিধা আছে এখানে যেভাবে যে আপনার ইউটিউব ভিডিওটি থেকে ডিলিট করবে না। কিন্তু সেই ভিডিওর উপরে কোনো রকমের ইনকাম করতে পারবেন না। যেমন ধরুন, প্রথমত আপনার সেই ভিডিওটি উপরে কিন্তু মনিটাইজেশন অন হবে না এখানে থেকে কিন্তু কোন রকম ভাবেই আপনি লাভবান হবেন না এবং আপনার সেই ভিডিওর উপরে যদি মনিটাইজেশন অন হয়ে যায় তবু কিন্তু আপনি সেই ভিডিও থেকে যে "EARN" হবে যে উপার্জন টি হবে সেটি কিন্তু আপনি পাবেন না। আপনি যার ভিডিওটি কপি করেছেন তার কাছে চলে যাবে।


এবার অনেকে হয়তো ভাবছেন যে আমাদের চ্যানেলটি তো মনিটাইজেশন অন হয়নি তাহলে কি হবে। তাহলে আমাদের এই ভিডিও দাঁড়ায় আমাদের যে ওয়াচ টাইম ঠিক আছে সেটি পূরণ করতে পারব সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে পাবে এবং ভিউজ বাড়বে এবং এই ভিডিওটি সাহায্যে আমাদের যে মনিটাইজেশনের জন্য যে শর্ত গুলি আছে সেগুলো পূরণ হয়ে যাবে এবং আমরা আমাদের চ্যানেলটিকে "MONETIZE" করতে পারব। এইগুলি যদি আপনি মেনে থাকেন তাহলে কিন্তু এই ধারণাটি কিন্তু একদমই ভুল।


কারণ আপনি এই ভিডিও দাঁড়ায় ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন এগুলি সঠিক। কিন্তু যখন চ্যানেলটিকে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করবেন তখন কিন্তু সে মনিটাইজেশন টিকে রিজেক্ট করে দেওয়া হবে। এই ভিডিওটির কারণেই কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবেনা। এক্ষেত্রে কিন্তু শেষমেশ আপনাকে সেই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিলেট করে দিতে হবে। এই কারণে কিন্তু ইউটিউব "Copyright" এর কিছু রুলস গুলি আছে সেগুলি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবার আমি আপনাদের কাছে কিছু রুলস গুলো শেয়ার করবো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেল টি এই "Copyright" এর হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন।


ইউটিউব কপিরাইট স্ট্রাইক কি ?

এক্ষেত্রে কি হয়, যদি কারো ভিডিও "YouTube" থেকে ডাউনলোড করলেন এবং তার মধ্যে কিছু এডিট করলেন এডিট করার পর আবার আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। এক্ষেত্রে যদি সেই ব্যক্তিটি জানতে পারে যে তার ভিডিওটি কেউ কপি করেছে তাহলে সে কিন্তু "YouTube" এর কাছে রিপোর্ট করে দেয়, অর্থাৎ সে "YouTube" কে ইমেইল করবে যে আমার ভিডিওটি আমি নিজে তৈরি করেছি এবং সেই ভিডিওটি অন্য কেউ ইউজ করছে এবং সেও কিন্তু সেই ভিডিওর মাধ্যমে ভিউ পাচ্ছে এবং আমার ভিডিওর ভিউ এর জন্যই কিন্তু কম হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছি।


এখানে কি হয় ইউটিউব কিন্তু সেই ভিডিওটি যাচাই করে এবং যাচাই করার পর যখন জানতে পারে হ্যাঁ সত্যি এই ভিডিওটিকে কপি করে এডিট করেছেন এবং আপনার চ্যানেলে আপলোড করেছেন তাহলে ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে আপনার চ্যানেল থেকে রিমুভ করে দেবে অর্থাৎ ডিলিট করে দেবে এবং ডিলিট করার পরপরই কিন্তু আপনার চ্যানেলের ওপর একটি "Copyright" স্ট্রাইক পাঠিয়ে দেয় এবং এই রকমের "Copyright" স্ট্রাইক যদি তিন মাসের মধ্যে তিনবার আপনার চ্যানেলের উপরে পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে "YouTube" তার প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেবে। সে চ্যানেলটি কিন্তু আপনি আর কখনোই ফিরে পাবেন না।


কপিরাইট থেকে বাচার উপায়।

"Youtube" যদি আপনি প্রফেশনাল এবং লং টাইম এর জন্য কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবের এই "Copyright" রোগগুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে। সেটি হলো যে আপনি যখনই কোন ইউটিউব এর জন্য ভিডিও ক্রিয়েট করবেন তাতে কিন্তু কোনো রকমের তাতে সব সময় আপনার নিজের ক্রিয়েট করা ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, কিংবা ফটোগ্রাফি আপনি ইউজ করবেন। আপনি অন্য কারো ফটো ব্যবহার করতে পারবেন না অন্য কারো ভিডিও ক্লিপটি করে ব্যবহার করতে পারবেন না। কিংবা কোনো রকমের ফটো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না এবং "YouTube" এর থামনেল পর্যন্ত আপনি কিন্তু এখানে কপি করে ব্যবহার করতে পারবেন না।


"Google" থেকে কোনো রকমের ফটো উঠিয়ে "Direct" আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন না। আপনি কোন রকমের ভিডিও যে কোন জায়গা থেকেই হোক না কেন সেগুলিকে আপনার চ্যানেলের মধ্যে এগুলোকে আপলোড দেবেন না বা সেই ভিডিওটি আপনার নিজের ভিডিও কনটেন্ট এর মধ্যে ইনক্লুড করবেন না। এতে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু "Copyright" পড়তে পারে। নিজের হাতে বানানোর চেষ্টা করবেন। আপনি যদি চান তাহলে কিন্তু অনেক এমন "Website" রয়েছে সেখান থেকে ভিডিও, মিউজিক "Photo" সেগুলিকে প্রোভাইড করে সেখান থেকে আপনি কিন্তু "Copyright Free" ইউজ করতে পারেন।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post