"On-line" হতে টাকা আয় করার যত প্রন্থা আছে তার মধ্যে "Google AdSense" নিঃসন্দেহে সাবার শীর্ষে অবস্থান করছে। কারণ "AdSense" এর আকর্ষণীয় বিজ্ঞাপনের সাইজ এবং ডিজাইনের কারণে এটিকে সবাই পছন্দ করে। সব ধরনের ব্লগারই তাদের ব্লগে "Google AdSense" বিজ্ঞাপন প্রদর্শন করতে চায়। তাছাড়া "Google AdSense" হতে অর্জিত টাকা "Google" খুব বিশ্বস্ততার সাথে পরিশোধ করে। এ সব কারনে "Google AdSense" সবার শীর্ষে অবস্থান করছে।
Google AdSense কি
"Google AdSense" হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপন সংস্থা যেটি "Google" নিজে পরিচালনা করছে। "Google" বিভিন্ন কোম্পানির কাছে অর্থের বিনিময়ে তাদের আওতাধীন যত "Website" আছে যেসগুলিতে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করে। "Google AdSense" বিজ্ঞাপন থেকে যত টাকা আয় করে তার 68 ভাগ টাকাই দিয়ে থাকে পাবলিশারদের এবং বাকী 32 ভাগ টাকা নিজেরা ভোগ করে। "Google AdSense" সাধারণত বিভিন্ন ধরনের "Text এবং Image" আকারে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপনে "Per-Click এবং Per-Impression" হিসেব করে পাবলিশারদের টাকা প্রদান করা হয়। "Google" যত টাকা উপার্জন করে তার প্রায় 27 ভাগ আসে "Google AdSense" থেকে।
Google AdSense কিভাবে কাজ করে
"Google AdSense" এর একটি বিশালাকারে শাখা এবং ডেভেলপার টিম রয়েছে, যারা প্রতিনিয়ত এটিকে দিনে পর দিন ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। "Google" সাধারণত প্রথমে একটি সাইটের যাবতীয় তথ্য এবং "Cookies" সংগ্রহ করে। তারপর বিশেষ পোগ্রামিং এবং "JavaScript" এর মাধ্যমে কনটেন্ট এর উপর ডিপেন্ড করে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপন পাবলিশারদের দুটি উপায়ে আয় করার সুযোগ দেয়। কিছু "Website" এর জন্য কেবল যারা ঐ সাইটটি "Open" করে বিজ্ঞাপন দেখে এবং কিছু "Website" এর বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে রেট ভিত্তিক টাকা প্রদান করা হয়। তবে প্রত্যেকটি "Blog/Website" এর র্যাংকিং এর উপর ভিত্তি করে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখার এবং ক্লিক রেটও রয়েছে। তাছাড়া বিজ্ঞাপনের সাইজ ও ধরণ অনুযায়ীও বিজ্ঞাপনের ক্লিক রেট ভিন্ন হয়।
Google AdSense এ Apply করার আগে যে কাজ আবশ্যক
"Google AdSense" অনলাইন ভিত্তিক সবচেয়ে বড় বিজ্ঞাপন সংস্থা। তাদের বিজ্ঞাপনের উচ্চ মূল্যের "Click Rate" এবং আরও বিশেষ সুবিধা জন্য সব ধরনের "Blogger" তাদের ব্লগে "Google AdSense" ব্যবহার করে অনলাইন হতে আয় করতে চায়। তবে অধিকাংশ "Blogger" তাদের অজ্ঞতার কারনে "Google AdSense" অনুমোদন করতে ব্যর্থ হয় অথচ সামান্য কিছু টিপস অনুসরণ এবং ধৈর্য ধারণ করে চেষ্টা করলে খুব সহজেই অল্প দিনে "Google AdSense" অনুমোদন করা যায়।
Search Engine Friendly
"Blog" এর টেমপ্লেট এবং প্রত্যেকটি পোষ্ট সার্চ ইঞ্জিন "Friendly" হতে হবে। এটি যে কোন "Blog" কে দ্রুত "Google AdSense" অনুমোদন পেতে সাহায্য করবে। তাছাড়া "Google AdSense" এর "Robot" রয়েছে, যেটি "Blog" কে স্ক্যান করে নেবে। এ ক্ষেত্রে "Blog" এর প্রত্যেকটি পোষ্ট সার্চ ইঞ্জিন "Friendly" না হলে "AdSense" অনুমোদন করবে না। তাহলে অবশ্যই "SEO" এর দিকে লক্ষ্য রাখতে হবে।
প্রতিটি Posts এর Limit
প্রত্যেক পোষ্টে অবশ্যই পরিমানমত লেখা থাকতে হবে। শুধু কোনরকম 20/25 টি পোষ্ট করলেই "Google AdSense" পাওয়ার জন্য আশা করতে পারেন না। "Google bot AdSense" অনুমোদন দেয়ার আগে এটাও জেনে নেবে যে, প্রত্যেকটি পোষ্টে কি পরিমান লেখা রয়েছে। প্রতিটি পোষ্ট মিনিমাম 800/1200 টি ভালমানের "Words" এর সমন্বয়ে হতে হবে।
Google Search Engine হতে ভিজিটর
"Search Engine" হতে ভিজিটর পেলে "Blog"এর জন্য "Google AdSense" পাওয়া আরও সহজ হয়ে যায়। কারণ যে "Blog" এ "Google search Engine" হতে ভিজিটর আসে সে "Blog" কে "Google" বেশী পছন্দ করে। কাজেই সার্চ ইঞ্জিন হতে ভিজিটর পাওয়ার জন্য ভালভাবে "SEO" অনুসরণ করতে হবে। "Blog" এ যদি ভিজিটর কম থাকে তাহলে "AdSense" পাওয়ার আশা করতে পারেন না। "Google AdSense" পাওয়ার জন্য আপনার ব্লগে প্রতিদিন কমপক্ষে 20/25 ইউনিক ভিজিটর থাকতে হবে।
Blog Design এবং Loading Speed
"Website" টি অবশ্যই "User Friendly" এবং দেখতে আকর্ষণীয় হতে হবে। পাঠকরা যাতে সহজে যে কোন ধরনের বা সাইজের ডিভাইস থেকে "Blog" এর বিষয়বস্তু পড়তে পারে। ব্লগের Header, Post, Sidebar এবং Footer সবগুলি অংশে যাতে "Google AdSense" এর কোড বসানো যায়। তাছাড়া "Blog" এর "Loading Speed" অবশ্যই ভাল হতে হবে। তা না হলে "Slow" গতীর "Blog" কোনভাবেই ভালোমানের ভিজিটর পাবেন না।
পর্যাপ্ত Content
সবকিছুর মূলেই হচ্ছে ব্লগের "Content". "Blog" এ যত ভালমানের "Content" থাকবে তত বেশী ভিজিটর পাবেন। কাজেই নিয়মিত ভালমানের কনটেন্ট পোষ্ট করতে হবে। "Google AdSense" এ আবেদন করার পূর্বে "Blog" এ কমপক্ষে 20/25 টি ভালমানের ইউনিক পোষ্ট থাকতে হবে। "Blog" এর প্রত্যেকটি "Categories" এ কমপক্ষে 5 টি করে পোষ্ট হতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ Pages থাকতে হবে
"Blog" এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ "Pages" যেমন: About Us, Privacy Policy এবং Contact Us পেজ রাখা আবশ্যক। কয়েক বৎসর আগে "Google AdSense Team" একটি নিয়ম করেছিল যে, প্রত্যেকটি "Blog" এ অবশ্যই "Privacy Policy" পেজ রাখতেই হবে। তারই নিয়মে অবশ্যই বাকি পেজগুলিও রাখাটা ভাল।