"Fiverr" হচ্ছে এমন একটি "Marketplace" যেখানে যাই পারেন না কেন তা দিয়েই আপনি ইনকাম করতে পার্বেন। "Fiverr.com" আপনি যে কাজটি পারেন সেটি এ সাইটে অফার করবেন এবং বায়ার তার প্রয়োজন অনুযায়ী টাকা দিয়ে কাজটি করিয়ে নেবে। এখানে আপনাকে কাজ খুজঁতে হবে না বরং বায়ারই তার কাজ করানোর জন্য আপনাকে খুজে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ভাল ইংরেজী না জানেন তাহলে কাজ করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যেতে পারে তো কিছু টা হলেও English সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Fiverr কি ?
এটি এমন একটি সাইট যেখানে আপনি অন্যের কাজ করার মাধ্যমে আয় করতে পারবেন। এখানে আপনি যেকোন সার্ভিস 5 ডলারের বিনিময়ে বিক্রয় করতে পারবেন। ধরুন আপনি "Graphics" ডিজাইনের কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যে কোন "Graphics" ডিজাইন করে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন। ধরুন আপনি লিখলেন আমি 5 ডলারের বিনিময়ে একটি ব্যানার ডিজাইন করে দিতে পারব এরপর যদি কোন বায়ার ব্যানার তৈরী করাতে চায় তাহলে সে $5 ডলারের বিনিময়ে আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারে। "Graphics" ডিজাইন ছাড়াও এখানে কাজের বিভিন্ন ক্যাটাগরী রয়েছে। যেমন:
- কোন সাইটের জন্য "SEO" এর কাজ করার মাধ্যমে আয় করতে পারেন।
- লোগো ডিজাইনের মাধ্যমে আয় করতে পারেন।
- আপনি একটি কবিতা লিখে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন।
- "Web" ডিজাইন করে আয় করতে পারেন।
- কারো জন্য ছবি একেও আপনি আয় করতে পারেন।
- এধরনের বহুবিধ অফার দিয়ে আপনি আয় করতে পারেন।
Fiverr কীভাবে কাজ করে ?
আপনি যে কাজটি করতে দক্ষ সেটির উপরে একটি গিগ তৈরী করুন। আপনার সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত লিখে অফার করুন তারপর কাজটি পোস্ট করুন। এরপর কোন বায়ারের কাজের চাহিদা যদি আপনার অফারকৃত কাজের সাথে মিলে যায় তাহলে কাজটি করানোর জন্য সে "Order" করবে। আর আপনি সঠিকভাবে কাজটি করে দিলেই বায়ার নির্ধারিত 5 ডলার পরিশোধ করবে। এ 1 ডলারের মধ্যে 5 ডলার সাইট কর্তৃপক্ষ কেটে রাখবে এবং বাকি 4 ডলার আপনি পাবেন। এরপর বায়ার আপনার কাজের একটি "Feedback" দেবে। মনে রাখবেন "Positive Feedback" বেশি "Sell" এটির অর্থ আপনি বায়ারের নিকট হতে "Positive Feedback" পেলে আপনার সার্ভিসটি আরো বেশিবার বিক্রি করতে পারবেন। আপনি যতবার
আপনার সার্ভিসটি বিক্রি করতে পারবেন ততবেশি আয় করতে পারবেন এবং "Site" কর্তৃপক্ষ তত বেশে রেভিনিউ পাবে। "Fiverr" সাইট আপনার সার্ভিসের কারণে এত বেশি রেভিনিউ পাচ্ছে, আপনি কি তাদের কাছে কোন বোনাস আশা করতে পারেন না অবশ্যই পারেন। আর সাইট কর্তৃপক্ষও ভাল "Seller" দের হতাশ করবে না। আপনি যদি ভাল "Seller" হতে পারেন তাহলে আপনার প্রত্যাশা মোতাবেক তারা আপনাকে কিছু বোনাস দেবে।
- Level 1 Seller
- Level 2 Seller
- Top Rated Seller
কিভাবে Fiverr এ আপনার অফারটিকে আকর্ষণীয় করে তুলবেন ?
Fiverr এ একই সার্ভিসের উপর অনেক অফার থাকতে পারে । যেহেতু এটি একটি "Marketplace" তো আপনার সার্ভিসটি বিক্রি করতে হলে আপনাকে ও প্রতিদ্বন্দিতা করতে হবে। একটু কৌশলের মাধ্যমে কাজ করলেই আপনি আপনার বিডটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকতে পারেন। বিস্তারিত দেখে নেওয়া যাক।কার্যকরী বর্ণনা আপনি যে সার্ভিসটি অফার করবেন সেটির একটি সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করুন তাহলে বায়ার আপনার সার্ভিসটি কেনার ব্যপারে আগ্রহী হবে। আপনার সার্ভিসের "Description" তারাই পড়বে যারা আপনার টাইটেল এবং ছবি দেখে আগ্রহী হওয়ার পর আরও বিস্তারিত জানতে ক্লিক করবে। "Description" টি এমনভাবে লিখুন যেন এটি পড়লে বায়ার আপনার সার্ভিসটি কেনার জন্য "Order" করার আগ্রহ খুজে পান।
বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি আপনার সার্ভিসের অফার সংশ্লিষ্ট একাধিক ছবি আপনার অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। একটি কার্যকরী ছবি হাজারটি বাক্যের চেয়েও শ্রেয়তর। অফারের সাথে যে ছবিটি সংযুক্ত করবেন সেটি গুরুত্বের সঙ্গে বাছাই করুন। সুন্দর একটি টাইটেলসুন্দর একটি টাইটেল থাকলেই আপনার অফারটি বায়ারদের নিকট আরও বেশি গ্রহনযোগ্য হবে। যেহেতু টাইটেলই সর্বপ্রথম বায়ারদের দৃষ্টি আকর্ষণ করে। টাইটেলের মাঝে আপনার অফারকৃত সার্ভিসের মূল কীওয়ার্ডগুলি অবশ্যই উল্লেখ করবেন।
কিভাবে একই সার্ভিস "Repeated Sell" করবেন ?
কাজের ক্ষেত্রে স্বতন্ত্র হোন ধরুন আপনি কোন বিষয়ের উপর "E-Book" লিখলেন এবং সেটি "Fiverr" এ সেল করার জন্য অফার করলেন। কোন বায়ার যদি আপনার "E-Book" টি কেনে এবং তার ভাল লাগে তবেই না সে আপনার নিকট থেকে "E-Book" কেনার ব্যাপারে আগ্রহী হবে। আপনার "E-Book" কোন বিষয় যদি স্বতন্ত্রভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেন তাহলে বায়ারের অবশ্যই ভালো লাগবে। সময় একটু বেশি লাগলেও কাজগুলি সুন্দর এবং স্বতন্ত্রভাবে বা একটু ভিন্নতার সহিত উপস্থাপন করার চেষ্টা করুন।কাজ এবং কথায় আন্তরিক হোন কোন "Seller" যদি একাধিকবার কোন সার্ভিস বিক্রি করতে চান তাহলে তাকে অবশ্যই কাজে এবং কথায় আন্তরিক হতে হবে। তবেই না বায়ারের নিকট থেকে ভালো রিভিউ পাওয়া যাবে। আপনার সার্ভিসটি যদি বায়ারকে সন্তষ্ট করতে পারে তবে আবারও আপনার নিকট থেকে এ সার্ভিসটি নিতে আগ্রহী হবে।
বায়ার যদি আপনার নিকট কাজ বিষয়ক কোন কিছু জানতে চায় তাহলে সুন্দরভাবে সঠিক উত্তরটি দিন।ভাল রিভিউ পাওয়ার উপায় ভাল একটি রিভিউ আপনার সার্ভিস বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত রিভিউ ছাড়া কোন বায়ারই আপনার সার্ভিসের প্রথম গ্রাহক হতে চাইবে না যেহেতু আপনার কাজ সম্বন্ধে তার কোন ধারনাই নেই। ভাল একটি রিভিউ থাকলে অন্য বায়াররাও আপনার কাজের ব্যাপারে আগ্রহী হবে। আপনার সার্ভিসের প্রথম রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কাস্টমার বা প্রথম দু-তিনজন কাস্টমারের নিকট থেকে ভাল রিভিউ পাওয়ার জন্য আপনি তাদের প্রয়োজন অনুযায়ী ছোটোখাটো আরও দু-একটি কাজ ফ্রি করে দেওয়ার অফার করতে পারেন।এতেই তারা খুশি হয়ে ভালো একটি রিভিউ দেবে বলে আশা করা যায়।
কিভাবে Fiverr থেকে টাকা তুলবেন ?
"Fiverr" থেকে আপনার উপার্জনকৃ অর্থ "Paypal" এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আপনি যদি 5 ডলার আয় করেন সেক্ষেত্রে আপনার একাউন্টে জমা হবে 4 ডলার। কারণ সাইট কর্তৃপক্ষ আপনার আয়ের 20% তাদের কমিশন হিসাবে কেটে রাখবে। তো এ হিসাবেই আপনার একাউন্টে অর্থ জমা হবে। এরপর জমাকৃত অর্থ আপনি "PayPal" এর মাধ্যমে তুলতে পারবেন। এছাড়া, বাংলাদেশের জন্য সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম Pioneer, Debit, Master card এর মাধ্যমে ও টাকা উত্তোলন করতে পারবেন।