সাহাবী গাছ কি ? সাহাবী গাছ কোথায় অবস্থিত ?

সাহাবী গাছ জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাঈদ নামক স্থানে অবিশ্বাস্যভাবে গত 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য এক গাছ। মহানবী হযরত মুহাম্মাদ "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর স্মৃতি বিজারণ এই গাছটি সাহাবী গাছ নামে পরিচিত।


মহানবী হযরত মুহাম্মাদ "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" 12 বছর বয়সে খ্রিস্টাব্দে তাঁর চাচা "আবু তালিবের" সাথে বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে জর্ডানের শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত মরুভূমিতে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুজছিলেন।


কিন্তু কোথাও কোন জায়গা না পেয়ে শেষে লতাপাতা হীন শীর্ণ ও মৃতপ্রায় এই গাছে নিচে আশ্রয় নেন। তখন তাদের ছায়া প্রদানের জন্য "মহান আল্লাহর" নির্দেশে ওই নির্জন গাছটি সজীব হয়ে ওঠে। আর সেই গাছটি বর্তমানের "সাহাবী গাছ" নামে পরিচিত।


আশ্চর্যের বিষয় গাছটি যেখানে অবস্থিত সে স্থানে কোন গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং আশেপাশের কয়েক শত কিলোমিটার মধ্যে কোন গাছ নেই। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে সবুজ পত্র পল্লবে ভরা গাছটি আজও একা দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছেন এবং সে প্রিয় নবী হযরত মুহাম্মাদ "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন। যা বিশ্বের কাছে একটি বিস্ময়।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

إرسال تعليق (0)
أحدث أقدم