পৃথিবীর 7 টি দ্রুতগামী ট্রেনের সংখিপ্ত বণনা।


সাধারণ মানুষের যাতায়াতের প্রধান সফরসঙ্গী ট্রেন। তাই ট্রেনের গতি বাড়ানো নিয়ে সব দেশই নানান রকম পরীক্ষা নিরীক্ষা করছে। এই মুহূর্তে বিশ্বের দ্রুততম ট্রেন হল চিনের Shanghai Maglev. পৃথিবীতে সুপার ফাস্ট অনেক ট্রেন রয়েছে। মাত্র কয়েক ঘণ্টায় লম্বা দূরত্ব পেরিয়ে নিমেষে পৌঁছে যেতে পারে গন্তব্যে। তার উপর ট্র্যাকে এমন মসৃণ ভাবে চলাচল করে যে মনেই হবে না দ্রুতগতির ট্রেনে চেপেছেন আপনি। সবচেয়ে দ্রুতগামী ট্রেনের গতি ঘণ্টায় 267.8 মাইল, যার সোজা হিসেব 8 ঘণ্টার রাস্তা তিন ঘণ্টাতেই পার করে এই ট্রেন।


Yuksek Hizi Tren

তুরস্কের "Yuksek Hizi Tren" দেশের একমাত্র দ্রুততম রেল সার্ভিস। ঘণ্টায় 250 কিলোমিটার গতিতে চলে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে। আঙ্কারা থেকে এস্কেশের হয়ে ইস্তাম্বুল এবং আঙ্কারা থেকে পোলাটি হয়ে কন্যাে পর্যন্ত দুটি লাইন রয়েছে। দু ঘণ্টার কম সময়ে ট্রেনটি 150 মাইলের বেশি যেতে পারে। YHT এ তিন শ্রেণির কামরা রয়েছে। প্রথম, বিজনেস ও ইকনমি। সঙ্গে ক্যা ফে এবং বিনোদনের নানা ব্যবস্থা। এর গতিবেগ প্রতি ঘণ্টা 155.34 মাইল।


THSR

তাইওয়ানের "THSR 700" হল কাওয়সাকি হেভি ইন্ডাস্ট্রি, নিপ্পন শারো এবং হিটাচি লিমিটেডের হাইস্পিড ইলেকট্রিক ট্রেন। 2007 এ তাইপে সিটি ও কাউশিয়াংয়ের মধ্যে প্রথম চালু হয়। এক ধাক্কায় যাত্রা সময় সাড়ে চার ঘণ্টা থেকে কম হয়ে যায় দেড় ঘণ্টা। বর্তমানে 30 টি এধরনের ট্রেন চলে যাতে একটা বিজনেস ক্লাস ও 11 টি স্ট্যান্ডার্ড ক্লাস কার রয়েছে। এর গতিবেগ প্রতি ঘণ্টা 186.81 মাইল।


KTX

কোরিয়ান ট্রেন এক্সপ্রেসের এই হাইস্পিড ট্রেনটি "Incheon International Airport" থেকে শুরু করে সিওল, স্টেশন সহ নানা স্টেশন ছুঁয়ে যায়। যদিও 217 mph এর পরিকাঠামো রয়েছে তবে ট্রেনের গতি 190 mph এ বেঁধে রাখা হয়। এই ট্রেন শুধু দ্রুতগামীই নয় টিকিট খরচ মধ্য বিত্তদের নাগালে। তাছাড়া অ্যাডভান্স বুকিংয়ে ছাড় ও শিশুদের জন্য স্পেশাল প্রাইস রাখা হয়। এর গতিবেগ প্রতি ঘণ্টা 190 মাইল।


DeutscheBahn ICE

গোটা জার্মানি জুড়ে ছুটে চলে দ্যl ইন্টার-সিটি এক্সপ্রেস বা ICE। আরামদায়ক এই ট্রেন 205 mph পর্যন্ত গতি তুলতে পারে। প্রত্যেকটি বগি শীততাপ নিয়ন্ত্রিত, সিটের সঙ্গে হেড-ফোন জ্যা ক থাকে যাতে যাত্রাপথে গান শোনা বা অন্যকিছু চাইলে শুনতে পারেন যাত্রীরা। প্রত্যেক সিটের ওপর ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠে জায়গার নাম। এর গতিবেগ প্রতি ঘণ্টা 205 মাইল।


AVE

"Alta Velocidad Espanola" (AVE) হল Renfe পরিচালিত স্পেনের হাইস্পিড ট্রেন সার্ভিস। 3,100 কিলোমিটার ট্র্যাকে 217 mph পর্যন্ত গতিতে ছুটতে পারে। স্পেনের গুরুত্বপূর্ণ শহরগুলি ছুঁয়ে যায় AVE। মাদ্রিদ থেকে বার্সেলোনা যেতে মাত্র 3 ঘণ্টা সময় নেয়। অনবোর্ড বার, ক্যা ফে এবং বাচ্চাদের জন্য আলাদা এলাকার সুবিধা পাওয়া যায় এই ট্রেনে। এর গতিবেগ প্রতি ঘণ্টা 217 মাইল।


Frecciarossa 1000

ইটালির "AnsaldoBreda ও Bombardier Transportation" নির্মিত "Frecciarossa" 1000 হাইস্পিড ট্রেন সার্ভিস। 220 mph পর্যন্ত গতিতে চলতে পারে। এক্সিকিউটিভ, বিজনেস, প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড এই চার শ্রেণিতে 485 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। এক্সিকিউটিভ ক্লাসে মিটিং রুমও থাকে। বিজনেস ও প্রিমিয়াম শ্রেণিতে লাউঞ্জ থাকে। এর গতিবেগ প্রতি ঘণ্টা 220 মাইল।


Copy Code " 8 "

Harmony CRH380A

চিনের "Harmony CRH380A" বিশ্বের দ্বিতীয় দ্রুততম ট্রেন। 236 mph গতিতে চলতে পারে। 2010 সালে সাংহাই থেকে নানজিং রুটে প্রথম চালু হয়। হালকা অ্যালুমিনিয়ামে তৈরি ট্রেনটি 495 আসন বিশিষ্ট। সামনেটা মাছের মতো আকার। ট্রেনের এই আকারের জন্য হাওয়ার বিরুদ্ধে গতি তুলে ছুটে যেতে অসুবিধে হয় না। রিডিং ল্যাম্প, পাওয়ার সকেট সহ নানা সুবিধা রয়েছে ট্রেনে। এর গতিবেগ প্রতি ঘণ্টা 236 মাইল।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post