পৃথিবীর সবচেয়ে 5 টি দামি মোবাইল ফোন।


ফোন ব্যাপারটি সবার কাছেই শৌখিন কিন্তু, পৃথিবীতে এমনও মানুষ আছেন, যাঁদের কাছে অর্থ ব্যাপারটা কোনও বড় ফ্যাক্টর নয়। ঐশ্বর্য দেখানোটাই তাঁদের কাছে বড় ফ্যাক্টর। নামি ব্র্যান্ডের মোবাইল নয়, দামি মোবাইল কেনাটাই তাঁদের কাছে বড় ফ্যাক্টর।


ডায়মন্ড রোজ আইফোন

পৃথিবীর সবচেয়ে দামি ফোনের শিরোপা আইফোনের মাথাতেই। এর ডিজাইনার স্টুয়ার্ট হিউজ। ফোনটিতে 100 ক্যারেটের গোলাপি ও সাদা রঙয়ের মিলিয়ে 500 টি হিরে বসানো রয়েছে। আর পিছনে অ্যাপেলের লোগোটিতে 53 টি হিরে বসানো আলাদা করে। সামনের ন্যাভিগেশন বাটনটি প্লাটিনাম দিয়ে তৈরি। তারওপর 7.8 ক্যারেটের একটি গোলাপি হিরে এবং তার চারপাশে 8 ক্যারেটের হিরে বসানো। ফোনটির দাম 80 লক্ষ মার্কিন ডলার।


আইফোন প্রিন্সেস প্লাস

শুধু দেখলে হবে, দাম আছে। পৃথিবীয় সবচেয়ে মূল্যবান মোবাইলের তালিকা তৈরি হবে, আর তাতে অ্যাপল কোম্পানির আইফোন ব্র্যান্ড থাকবে না, একি হতে পারে! নামের মতোই ফোনটি ততটাই গ্ল্যামারাস। ফোনটির ডিজাইন করেছে অস্ট্রিয়ার প্রখ্যাত ডিজাইনার পিটার অ্যালোয়জঁ। পুরো ফোনটি সোনায় মোড়া। আর এতে 16.50 -17.75 গ্রামের 180 টি স্পেশাল কাট হিরে বসানো হয়। ফোনটির দাম 1 লক্ষ 76 হাজার মার্কিন ডলার।


আইফোন ত্রিজি কিংস বাটন

তালিকায় তিন নম্বরে আবার আইফোন। ফোনটির ডিজাইন করেছেন অস্ট্রিয়ার পিটার অ্যালয়জোঁ। ফোনটির চারধারে 138 টি হিরে বসানো রয়েছে। আর হোমবাটনে 6.6 ক্যারেটের সাদা হিরে বসানো। আর এর দাম 24 লক্ষ মার্কিন ডলার।


ভার্তু সিগনেচার কোবরা

এর ডিজাইনও অদ্ভূত। নামটা সেখান থেকেই দেওয়া। ফোনে কেউটে সাপের নকশা রয়েছে আলাদা করে। ফোনটির ডিজাইনার প্রখ্যাত ফরাসী রত্নালঙ্কার বখেরোঁ। ফোনটিতে ন্যাসপাতি আকারের নকশা কাটা একটি হিরে আছে। এছাড়া, গোলাকার সাদা হিরে, দু'টি পান্না রয়েছে সাপের চোখে। আর আছে 438টি চুনি। ফোনটির দাম 3 লক্ষ 10 হাজার মার্কিন ডলার।


গোল্ডভিশ লে মিলিয়ন

ঘড়ি ও গহনার ডিজাইন প্রস্তুতকারক প্রখ্যাত ডিজাইনার ইমানুয়েল গেট এই ফোনটির ডিজাইল তৈরি করেছেন। ফোনটি প্রথম বাজারে ছাড়া হয় সুইজারল্যান্ড থেকে। 2006 সালে ফ্রান্সের কান শহরে মিলিয়নিয়র ফেয়ারে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয় ফোনটি সেসময়। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে এর। ফোনটি আঠারো ক্যারেটের সাদা হিরে ও 20 ক্যারেটের ভিভিএস 1 হিরে দিয়ে মোড়ানো। ফোনটির দাম তেরো লক্ষ মার্কিন ডলারেরও বেশি।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post