HTML কি। HTML কাকে বলে। HTML এর ব্যবহার।


HTML কি। HTML কাকে বলে।

HTML এর পূর্ণরূপ হলো "Hyper Text Markup Language". HTML হলো ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি "Language"। এটা কোন "Programming language" নয়। HTML-কে "Markup Language" ও বলা হয়, যা অনেক গুলাে "Markup" ট্যাগের সমষ্টি। "Markup" ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন "Element" কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা।


ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন HTML অথবা HTM উভয়ই হতে পারে। এতে বিভিন্ন HTML ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান। HTML5 এ ওয়েবসাইটে অডিও, ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ "Standard" যোগ করা হয়েছে।


একটি ওয়েব পেজে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি "Element" থাকতে পারে। এই "Element" গুলাে ওয়েব পেজে প্রর্দশন করা বা কিভাবে প্রর্দশন করবে তা নিধারণ করাই হলো "Markup tags" বা "HTML tags" এর কাজ। যে কোন ওয়েব পেজের অউটপুট হল HTML কোড। "HTML tags" গুলো "Element name" আর "Angle bracket" দিয়ে তৈরি। প্রতিটি ভাষা লেখার জন্য নির্দিষ্ট নিয়ম থাকে। এই নিয়ম কে "syntax" বলে। "HTML tags" গুলো লেখার জন্যও নির্দিষ্ট "Syntax" আছে।


Copy Code And Press "9"

HTML এর ব্যবহার

HTML ব্যবহার করা খুবই সহজ। "Programming" সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে। এটি একটি ওপেন টেকনোলজি। HTML এ করা যে কোন সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ। HTML এ করা ওয়েবপেজ লোড হতে কম সময় লাগে। HTML "Alidator" এর সাহায্যে HTML এ তৈরি করা পেজের "Syntax Error" বের করা যায়। এর সাহায্যে "Search engine optimized friendly" সাইট তৈরি করা যায়।


HTML এর গুরুত্ব অপরিসীম। HTML যা world wide web (www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রােগ্রামারগণ ব্যবহার করেন। ওয়েবপেজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে ও ফরম্যাট করতে এই ভাষা ব্যবহৃত হয়। HTML ফাইল সাধারণত webpage নামে পরিচিত। মূলত এটি ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করে। ব্রাউজার কীভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তা HTML এর উপর নির্ভর। তাই বলা যায় যে, ওয়েবপেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব অপরিসীম।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

إرسال تعليق (0)
أحدث أقدم