অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায়


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনে 4 থেকে 8 ঘন্টা মোবাইলের পেছন দিয়ে থাকি। আমরা কেবলমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার এই কয়েকটি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানি।কিন্তু এর বাইরেও অনেক ওয়েবসাইট আছে যা থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু আমরা তা জানি না। আপনার যদি ধৈর্য থাকে এবং একটু টাইম দিয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। পোষ্টটি অবশ্যই লাস্ট পর্যন্ত পড়ুন তাহলে আপনিও কয়েক মাসের মধ্যেই টাকা ইনকাম করতে পারবেন।


Earn money by Blogging

অনলাইন থেকে টাকা ইনকাম এর আরেকটি সহজ মাধ্যম হলো "Blogging"। "Blogging" এর অর্থ হলো কোন কিছু বিষয় কে নিয়ে লেখালেখি করা আর কিছুই না। আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে আপনি "Blogging" করে অর্থ উপার্জন করতে পারেন। তো এই জন্য আপনাকে প্রথমে একটি "website create" করতে হবে। তারপর ওয়েবসাইটটিতে একটি থিম আপলোড করতে হবে। তারপর ওয়েবসাইটটিকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে হবে যাতে দ্রুত এডসেন্স পাওয়া যায়। তারপর ওয়েবসাইটটিতে কয়েকটি ইউনিক পোস্ট করতে হবে। পোস্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। ওয়েবসাইটটিতে গুরুত্বপূর্ণ পেজেস গুলি ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইটটিকে সুন্দরভাবে এসইও করতে হবে। তারপর ওয়েবসাইটটিকে গুগল সার্চ করলে ইন্ডেক্স করতে হবে। ওয়েবসাইটটির টাইটেল ট্যাগ দেস্ক্রিপশন সঠিকভাবে দিতে হবে। তারপর ওয়েবসাইটটিতে একটি কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে এরপর নিয়মিত পোস্ট করতে হবে।


Money income from YouTube

"YouTube" থেকে যেকোনো বয়সের মানুষ  টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করার দিক থেকে পৃথিবীর সেরা 10 টি ওয়েবসাইট এর মধ্যে "YouTube" একটি প্ল্যাটফর্ম। এখানে আপনার ক্রিয়েটিভিটি কে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে হবে। এমন কিছু ভিডিও বানাতে হবে যাতে লোকের উপকার হয় এবং তারা আপনার ভিডিও কে পছন্দ করে। সর্বপ্রথম এখানে আপনাকে একটি চ্যানেল খুলতে হবে। এরপর এখানে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে।যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন। এরপর অ্যাডসেন্সে অ্যাপ্রভল হয়ে গেলে আপনার ভিডিওতে এডসেন্স থেকে এড লাগানো হবে। তারপর থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।


Earn money by freelancing

"Freelancing" এর অর্থ হলো মুক্ত পেশা । এর মধ্য আপনি দেশ বিদেশে এর বিভিন্ন ক্লায়েন্ট এর সঙ্গে কাজ করতে পারেন। এখানে আপনার উপর টাইম নির্দিষ্ট করা থাকবে না। এখানে আপনার ইচ্ছা মত খুশি মত কাজ করতে পড়বেন এবং একসঙ্গে অনেক গুলো কোম্পানি এর সঙ্গে কাজ করতে পারবেন। এরপর আপনি এটা ভাববেন এখানে কি কি কাজ করা যাই । এখানে প্রাই সব ধরনের কাজ ই করা যাই যেমন: ভিডিও এডটিং , graphic design, intro maker, logo design, data entry, web design, web development, seo expert, content writer, digital marketing, etc এখানে আপনাকে যে কোনো একটি কাজ খুব ভালো করে শিখতে হবে এবং প্রফেশনাল ভাবে করতে হবে। এর মধ্যে যে কোন একটি কাজ শিখে আপনাকে upwork, fiverr, freelancer এই মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইল বানাতে হবে। এরপর আপনাকে গিগ আপলোড করতে হবে বা বিভিন্ন কাজের জন্য আপনাকে বিড করতে হবে। এরপর বায়ার রিপ্লাই দিলে আপনি তার কাজটি করে দিবেন এবং তার বদলে সে আপনাকে টাকা পেমেন্ট করবে।


Earn money by affiliate marketing

"Affiliate marketing" করে ও ভালো টাকা উপার্জন করা যায়। বর্তমানে আমরা সবাই ফ্লিপকার্ট ,আমাজন এইরকম "e commerce website" থেকে শপিং করে থাকি।তো এখান থেকে প্রোডাক্ট এর মার্কেটিং করে টাকা ইনকাম করা যেতে পারে।এখন আপনারা হয়ত ভাববেন কিভাবে মার্কেটিং করবেন।তো ফ্লিপকার্ট ,আমাজন, earnkaro সাইট থেকে যে কোনো প্রোডাক্ট এর লিঙ্ক কপি করে আপনার ফেসবুক গ্রুপ, whatsapp group, বন্ধু বান্ধবদের মধ্যে send korte হবে। এরপর ওই লিঙ্ক থেকে কোনো লোক শপিং করলে ওই কোম্পানি থেকে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে।

Collect Your Code "4"


Money income through sponsorship

এখন প্রায় সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যাবহার করে থাকেন। এখান থেকেও যে টাকা ইনকাম করা যাই টা কিন্তু অনেকেই জানে না। যেমন ফেসবুক এড এর মাধ্যমে টাকা ইনকাম করা যাই।এছাড়া অনেক অ্যাপ, website বা প্রোডাক্ট এর "sponsorship" এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। যেমন ধরুন আপনার instagram followers বেশি আছে তো সে ক্ষেত্রে আপনাকে বললো আপনি যে কোনো company এর প্রোডাক্ট অডিয়েন্সকে ব্যবহার করতে বলুন। এর বদলে সেই কোম্পানি আপনাকে কিছু টাকা দিবে। এই ভাবে "sponsorship" এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। ফলোয়ার্স বেশি থাকলে আরেকটি সুবিধা হল অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও খুব বেশি ভালো টাকা ইনকাম করা যায়।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post