সকল সিমের প্রয়োজনীয় কোড ‌|| ইমারজেন্সি কোড কি।

এই পোস্টের মাধ্যমে সব সিমের এমবি দেখার উপায় দেখব ও ইমারজেন্সি কোড সম্পর্কে জানার। এয়ারটেল, রবি, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড সম্পর্কে জানব। এর মাধ্যমে নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন। এতে করে নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো অনায়াসেই খুব সহজেই জানতে পারবেন।


Airtel সিমের প্রয়োজনীয় কোড

  • "Airtel" সিমের নিজের নাম্বার জানতে *121*6*3# বা *2#
  • "Airtel" সিমের ব্যালেন্স জানতে *778#
  • "Airtel" সিমে "Emergency" ব্যালেন্স পেতে *141#*8#
  • "Airtel" সিমের এমবি "MB" জানতে *778*39# বা *8444*88#
  • "Airtel" সিমের এসএমএস "SMS" চেক করতে *778*2#
  • "Airtel" সিমের এমএমএস "MMS" চেক করতে *778*8#
  • "Airtel" সিমের রিচার্জ করতে *787* গোপন নাম্বার # 
  • "Airtel" সিমের কাস্টমার কেয়ার 786
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01678-600786

Banglalink সিমের প্রয়োজনীয় কোড

  • "Banglalink" সিমের নিজের নাম্বার জানতে *511# বা *666#
  • "Banglalink" সিমের এমবি "MB" জানতে *124*5# বা *222*3#
  • "Banglalink" সিমে "Emergency" ব্যালেন্স পেতে *874#
  • "Banglalink" সিমের ব্যালেন্স জানতে *124#
  • "Banglalink" সালের এসএমএস "SMS" চেক করতে *124*2#
  • "Banglalink" সিমের রিচার্জ করতে *123* গোপন নাম্বার #
  • "Banglalink" সিমের কাস্টমার কেয়ার 121 বা 212
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01911-304121

Grameen সিমের প্রয়োজনীয় কোড

  • "Grameen" সিমের নাম্বার জানতে *111*8*2# বা *2#
  • "Grameen" সিমের এমবি "MB" জানতে *121*1*4#
  • "Grameen" সিমে "Emergency" ব্যালেন্স পেতে *121*1*3#
  • "Grameen" সিমের ব্যালেন্স চেক করতে *566#
  • "Grameen" সিমের এসএমএস "SMS" চেক করতে *566*2#
  • "Grameen" সিমের এমএমএস "MMS" চেক করতে *566*14#
  • "Grameen" সিমের রিচার্জ করতে *555* গোপন নাম্বার #
  • "Grameen" সিমের কাস্টমার কেয়ার 121
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01711-594598

Robi সিমের প্রয়োজনীয় কোড

  • "Robi" সিমের নিজের নাম্বার জানতে *140*2*4#
  • "Robi" সিমের ব্যালেন্স জানতে *222#
  • "Robi" সিমে "Emergency" ব্যালেন্স পেতে *8811*1#
  • "Robi" সিমের রিচার্জ করতে *111* গোপন নাম্বার #
  • "Robi" সিমের এমবি "MB" জানতে *123*3*5# বা *8444*88#
  • "Robi" সিমের এসএমএস "SMS"চেক করতে *222*11#
  • "Robi" সিমের এমএমএস "MMS" চেক করতে *222*13#
  • "Robi" সিমের কাস্টমার কেয়ার ফোন 123
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01819-400400

Citycell সিমের প্রয়োজনীয় কোড

নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন "Help" পাঠিয়ে দিন 2255 নাম্বারে, কাস্টমার কেয়ার "Executive" ফোন করবে তাকেই জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন অথবা আপনার সিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার "Executive" এর নিকট জানাতে পারবেন।

  • "Citycell" সিমের ব্যালেন্স চেক করতে *887 বা *811
  • "Citycell" সিমের রিচার্জ করতে *888 গোপন নাম্বার #
  • "Citycell" সিমের কাস্টমার কেয়ার 121
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01199-121121

Teletalk সিমের প্রয়োজনীয় কোড

  • "Teletalk" সিমের নাম্বার জানতে *222 নাম্বারে
  • "Teletalk" সিমের ব্যালেন্স জানতে *152# বা *1122#
  • "Teletalk" সিমের এমবি "MB" জানতে *152#
  • "Teletalk" সিমের রিচার্জ করতে *151* গোপন নাম্বার #
  • "Teletalk" সিমের কাস্টমার কেয়ার 121
  • অন্যান্য অপারেটর থেকে কল করতে নাম্বার 01550-157750

Collect Your Code "S"


ইমারজেন্সি কল কি

এমন যদি হয় যে আমরা নেটওয়ার্ক "Coverage" বাহিরে আছি এবং কোন নেট খুজে পাচ্ছিনা সেক্ষেত্রে 112 এই "Emergency Number" টি সব ফোন এর ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি যে কাজ করে তা হলো, এটি প্রেস করার সাথে সাথে ইহা আপনার জন্য নিকটবর্তী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক খুজে বের করবে এবং ঐ অপারেটর এর ইমারজেন্সি নাম্বারটির সাথে আপনাকে কানেক্টেড করবে। এখন তো সবাই নেট "Coverage" এর মধ্যেই আছি তাইনা ? এখুনি একবার ডায়াল করে দেখুন দেখবেন ডায়াল করলেই নাম্বারটি দেখাবে না, দেখাবে Emergency number !


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালাম অলাইকুম

Post a Comment (0)
Previous Post Next Post