Android মোবাইলের প্রয়োজনীয় কিছু টিপস।
প্রতিটি "Android" ফোন এক একটি "Multitasking" ডিভাইস। এই ফোনগুলি অনায়াসে বিভিন্ন ধরণের কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। "Android" ফোনের এসব দীর্ঘায়িত ব্যবহারের কারণে প্রায়শই এ ফোন গুলি কিছু সমস্যার মুখোমুখি হয়। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ছোট খাটো সমস্যা হয়ই। সমস্যা সমাধানে কেউ ছোটেন অভিজ্ঞদের কাছে তবে একটু চেষ্টা করলে নিজেই নিজের মোবাইল ফোন ঠিক করা যায়।"Android" মোবাইলের প্রয়োজনীয় কিছু টিপস দেওয়া হলো। যথা:
- ফোনের "Internal Storage" স্পেস খালি রাখুন যতটা সম্ভব। ভিডিও, ছবি ইত্যাদি অপ্রয়োজনীয় তথ্য ফোন থেকে রিমুভ করে দিন
- ফোনের সকল "Software" নিয়মিত আপডেট করে রাখতে হবে।
- মোবাইল চার্জ দেয়ার সবসময় 50% থেকে 90% এর মধ্যে রাখুন। 20% এর নীচে চার্জ লেভেল চলে আসলে ফোনটি চার্জে দিন এবং 90% চার্জ হবার সাথে সাথে এটি চার্জার থেকে খুলে ফেলুন। কখনো "Android" ফোনটি 100% চার্জ করবেন না।
- ফোনের "Home Screen" যত অপ্রয়োজনীয় "Weizart" অথবা আইকন আছে সব রিমুভ করে "Home Screen" একদম ক্লিন করে রাখুন।
- অনেক "App" আছে যেগুলোর 'Lite Version" এভেইলেভেল রয়েছে যেমন: ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি "Install" করলে ফোনের স্পেস যেমন কম লাগবে তেমনি ফোনের গতি ও স্বাভাবিক থাকে।
- যে সকল "Software" লাগবে না, সেগুলো "Uninstall" অথবা ডিজেবল করে দিন।
- ফোনের "Background Task" গুলো সব প্রতিদিন কেটে দিবেন অথবা রিমুভ করে দিবেন। এগুলো অযথাই মোবাইল এর কাজ বাড়ায়।
- "Android" ফোনের এনিমেশন, "Live Wallpaper" যতটা সম্ভব কমিয়ে ফেলুন। "Live Wallpaper" এর বদলে ইমেজ "Wallpaper" ব্যবহার করতে পারেন।
- মাঝে মধ্যে "Android" ফোনের সমস্ত ডাটা "Back Up" রেখে ফোনটি "Reset" দিন।
Android ফোনের প্রয়োজনীয় কিছু সমস্যার সমাধান।
"Android" ফোন যারা ব্যবহার করেন কল/চ্যাট করতে, ব্রাউজ করার জন্য, ছবি তোলার জন্য, দরকারী "App" ব্যবহার করার জন্য, তারা সকলেই জানেন যে এত সব কাজ একই সাথে করার সময় "Android" ফোনে কিছু নির্দিষ্ট সমস্যা তৈরি করতে পারে। তাই "Android" ফোনের জটিলতা কমাতে "Android" ফোনের কিছু সমস্যা সমাধান দেওয়া হলো।
Android মোবাইলে এর গতি কম হওয়ার কারণ।
সাধারণ লম্বা সময় ধরে গেমস খেললে এ অসুবিধা বেশী হয়। কিছু "App" আছে যেমন: Set CPU এগুলো দিয়ে প্রসেসরের ওভারলক দুর করে সহজেই এর গতি বাড়াতে পারেন। তবে এই "App" বেশীক্ষন না ব্যবহার করাই ভালো কারন এটা ফোনের প্রসেসর কে নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে।
ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া কারন।
"Android" ফোনে যদি অনেক গুলো "App" একসাথে রানিং থাকে, যদি সারাক্ষন ফোনের ডাটা অন রাখেন এবং যদি ফোনে কোন "Live Wallpaper" সেট করে রাখেন সেক্ষেত্রে ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হারাতে থাকে। ফোনের ব্যাটারি "Saving Mood" অন করে নিন এবং ফোনের স্ক্রিন ব্রাইটনেস ও কমিয়ে নিন। আর ব্যাটারির চার্জ লম্বা সময় ধরে রাখতে চাইলে কনটিনিউয়াস ডাটা অন রাখা বন্ধ করুন, অপ্রয়োজনীয় "App" আনইন্সটল করুন।
Google Play Store ক্র্যাস হওয়ার কারন।
অনেক সময় দেখা যায় "Play Store" নিয়ে কাজ করছেন এর মধ্যেই "Play Store" ক্র্যাস করেছে। এক্ষেত্রে যা করতে হবে, সেটিং এ যেয়ে প্রথমে "App" এ ক্লিক করবেন তারপরে "All Apps" এরপরে "Google Play" স্টোরে ফাইনালী ক্লিয়ার অল কেস এন্ড ডাটা তে ক্লিক করবেন।
Android ফোনের মেমোরি পাচ্ছে না।
"Android" ফোন ব্যবহারকারী মাত্রই এ সমস্যায় ভুক্তভোগী হওয়া। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে ফোনের কেস ফাইল এবং অপ্রয়োজনীয় বিভিন্ন "App" ফোন থেকে "Delete" করতে হবে অথবা এ জন্য ক্লিন মাষ্টার, কেস ক্লিনার ইত্যাদি "App" ইউজ করে দেখতে পারেন। মোবাইল ফোন এর মেমোরি তে অনেক বেশী তথ্য জমা হওয়া App, ইমেজ, ভিডিও অথবা অন্যান্য ডকুমেন্টস ফোনের "External" মেমোরি কার্ডে রাখলে ও এ সমস্যা হতে পারে।
মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
এ সমস্যা সাধারণত ফোনের চার্জিং সিস্টেম, ব্যাটারি অথবা ফোনের অন্যান্য সমস্যার জন্য হতে পারে। প্রথমত খেয়াল করুন চার্জিং ঠিকভাবে হচ্ছে কিনা, এরপরে ব্যাটারি টি ফোন থেকে খুলে নিয়ে ঠাণ্ডা করে আবার সেটি ফোনে ঢুকান। আর ফোনে যদি ব্যাটারি আলাদা করার অপশন না থাকে, তাহলে ফোনের পাওয়ার বাটন প্রেস করে একে "Reboot" অথবা "Restart" করুন। এরপরে ও সমস্যার সমাধান না হলে নতুন ব্যাটারি ফোনে ইউজ করা শুরু করুন।
ফোনে App ডাউনলোড হচ্ছে না।
"Android" এর নিজস্ব একটা ডাউনলোড ম্যানেজার আছে, কোন কারনে যদি এটি করাপটেড হয়,সেক্ষত্রে নেট থেকে কোন কিছু ডাউনলোড করতে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানের জন্য Settings > Apps > All Apps > Clear All কেস এন্ড ডাটা তে ক্লিক করুন।
Wi-Fi কানেক্ট হচ্ছে না।
মোবাইল এবং রাউটার দুটোই "Restart" করে দেখতে পারেন। ফোন কে এক মিনিট "Airplane Mode" রেখে আবার "Wi-Fi" কানেক্ট করে দেখেন। এর পরেও কাজ না হলে "Wi-Fi" > Settings > Menu > Advanced > Stay connected to WiFi ক্লিক করুন কানেকশন পেয়ে যাবেন।
Android ফোনে ভাইরাস এটাক।
আমরা প্রায় সারাদিন "Android" ফোন দিয়ে অসংখ্য বার নেট ব্রাউজ করি। এজন্য "Android" ফোনে ভাইরাস এটাক করার সম্ভাবনা ও বেশী। এই "Virus" এটাক থেকে মুক্তি পাবার জন্য ফোনে ভালো মানের একটি "Antivirus" ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন "Antivirus" যেমন: "Kaspersky Mobile Security, ABG, Avast Antivirus" ইত্যাদি বর্তমানে বেশ জনপ্রিয় মোবাইল "Antivirus".
সিস্টেম ইউআই কাজ করে না।
ফোনের "System User Interface" কাজ করা বন্ধ করে দিলে এই সমস্যা হয়। জরুরী সমাধানের জন্য ফোন "Restart" করুন অথবা Settings > Apps > All Apps এ গিয়ে সমস্ত কেস ফাইল "Delete" করুন এবং পুনরায় ফোনটি "Restart" করুন।
"Android" কি ?
"Android" হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম "OS" যা সিলিকন ভ্যালি কোম্পানির দ্বারা "Android Ink" নামে প্রথমে তৈরি করা হয়েছিল। ২০০৭ সালে ওপেন মোবাইল অ্যালায়েন্স "OS" এর মাধ্যমে গুগলের নেতৃত্বে "Android" এর প্রথম ডেভেলপ করা হয়। মূলত এই অপারেটিং সিস্টেমটি লিনাক্স "Linux kernel" এবং অন্যান্য ওপেন সোর্স "Software" এর পরিবর্তিত সংস্করণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাধারণত স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির মতো টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্যই "Android" অপারেটিং সিস্টেম এর ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে।
"Android" ফোন কি ?
"Android" অপারেটিং সিস্টেম ব্যবহার করে যেসব মোবাইল বা ফোন পরিচালিত হয়। সেগুলোকেই বলা হয় "Android" ফোন। "Android" ফোন হলো একটি শক্তিশালী, উচ্চ প্রযুক্তির স্মার্টফোন এবং এটি "Google" কোম্পানীর ডেভেলপ করা "Android" অপারেটিং সিস্টেম "OS" এ চলে। "Android" অপারেটিং সিস্টেম ছাড়া আরো অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন: "Symbian, IOS" ও রয়েছে কিন্তু এখনকার বেশীর ভাগ মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো ই "Android" অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে।